ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
আহসান হাবিব শিবলু, বগুড়া: ৬মে মঙ্গলবার) জেলা গোয়েন্দা শাখা, বগুড়া’র বিশেষ অভিযানে একটি চোরাই সিএনজি অটোরিকশার খন্ডিত অংশ উদ্ধার এবং ঘটনার সহিত জড়িত ০৩(তিন) জন আসামী গ্রেফতার । বগুড়ায় গত ০৫-০৫-২০২৫ খ্রি. ২১.৩০ ঘটিকার সময় এসআই মোঃ আব্দুল কুদ্দুসের এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন বাদুরতলা গ্রামস্থ জনৈক আতিকুর রহমান শুভ এর পরিত্যক্ত বাসার ভিতর হইতে আসামী ১। মোঃ রাসেল (২৭), পিতা মোঃ আসাদুল ইসলাম, সাং-বাদুরতলা (তিব্বতের মোড়), ২। মোঃ সাগর প্রামানিক (২৪), পিতা মোঃ মজনু মিয়া, সাং-নিশিন্দারা পাইকপাড়া(চারমাথা), ৩। মোঃ বেলাল হোসেন (২৭), পিতা মোঃ আঃ রশিদ, সাং-বাদুরতলা(প্রেসপট্টি), সকলের থানা বগুড়া সদর, জেলা বগুড়াগণকে গ্রেফতার করেন। এই সময় তাদের হেফাজত হইতে চোরাইকৃত ০১(এক) টি সিএনজি অটোরিকশার ইঞ্জিন সহ বডির বিভিন্ন খন্ডিত অংশ উদ্ধার করেন। উপরোক্ত ঘটনা বগুড়া গোয়েন্দা শাখা তাদের অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন। আরো জানান আসামীদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।উল্লেখ্য যে, ধৃত আসামী রাসেল এর বিরুদ্ধে ইতিপূর্বে ০২ টি এবং ধৃত আসামী সাগর এর বিরুদ্ধে ০৩ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।
আপনার মতামত লিখুন :