ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কক্সবাজার জেলা শাখার কমিটির আত্মপ্রকাশ

✒ কামরুন তানিয়া : প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ণ

কামরুন তানিয়া : কক্সবাজার জেলা কমিটি আত্মপ্রকাশে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরামের বহি:প্রকাশ ঘটে অদ্য ০৬/০৫/২৫ ইং তাং রোজ মঙ্গলবার। উক্ত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে আমিনুল হক এবং কবি সিরাজুল কবির বুলবুলকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দেওয়া হয় বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ আবু সাঈদ পলাশ ও মহাসচিব ফয়সাল সুমন মোল্লার কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন উক্ত কমিটির সকলে। সকলের কাছে দোয়া চাই বলে জানান দেন উক্ত কমিটির আহবায়কসহ সদস্য সচিব সিরাজুল কবির বুলবুল এবং অন্যান্যরা। সকলের উপর অর্পিত দায়িত্ব ও শিক্ষা নিয়ে যেন সঠিক ভাবে কাজ করতে পারেন সকলের প্রতি আন্তরিক ভাবে ইচ্ছা পোষণ করেন। সেই সাথে তারা অঙ্গীকারবদ্ধ হয়ে প্রতিশ্রুতি দেন যথাসময়ে জেলার প্রত্যকটি উপজেলা থেকে ভাই-বোনদের নিয়ে কলেবরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। পাশাপাশি আহবায়ক এবং সদস্য সচিব সিরাজুল কবির বুলবুল বলেন আগামী পথচলায় কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত সকল উপজেলার মধ্যে উনাদের শিক্ষা বিষয়ক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।