আহসান হাবিব শিবলু, বগুড়া: বগুড়া’র বিশেষ অভিযানে ক্লু-লেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন এবং ডাকাতি হওয়া ট্রাক ও ৪০ ড্রাম ( অনুঃ ৭৪০০ লিটার) মীর বনসপাতি পাম তেল উদ্ধার। (৬মে মঙ্গলবার) বগুড়া সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গাবতলী পেড়িহাট নাজমার মোড় হতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৫/০৫/২০২৫ খ্রি. রাত্রী ঘটিকার ২১.৪৫ সময় বগুড়া জেলার গাবতলী থানাধীন পেরিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করিয়া পেরিরহাট বাজারস্থ পলাতক আসামী জনৈক রুবেল এর ভাড়াকৃত একটি গোডাউন হইতে ডাকাতি হওয়া ৪০ ড্রাম (অনুমান ৭,৪০০ লিটার) মীর বনসপাতি পাম তেল উদ্ধার করা হয়। উদ্ধার কৃত তেলের বিষয়ে জানাজায় গত ২৭-০৪-২০২৫ খ্রি. বেলা অনুমান ১০.০০ ঘটিকার সময় চট্রগাম কালুরঘাট শিল্পনগরী এলাকা হইতে একটি ট্রাকে সর্বমোট ৭৫ ড্রাম মীর বনসপাতি পাম তেল, প্রতিটি ড্রামে অনুমান ১৮৫ লিটার করিয়া সর্বমোট ১৩,৮৭৫ লিটার যাহার মোট বাজার মূল্য অনুমান ২৩,০০,০০০/- টাকা, লোড করে মেসার্স মমতাজ উদ্দিন, সেনপাড়া, রংপুর এর উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথিমধ্যে গত ২৮/০৪/২০২৫ খ্রি. রাত্রী অনুমান ০৩.০০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন দীঘলকান্দি পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে ঢাকা টু রংপুর মহাসড়কের উপর অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত ট্রাকটির পথরোধ করে ট্রাকের ড্রাইভার ও হেলপারকে হাত-পা বেঁধে মারপিট করিয়া রাস্তার পার্শে ধান ক্ষেতে ফেলে পাম তেল বোঝাই ট্রাকটি ডাকাতি করে নিয়ে চলে যায়। এ সংক্রান্তে বগুড়া সদর থানার মামলা একটি মামলা রুজু হয়। এ সংক্রান্তে বগুড়া জেলা পুলিশ সুপার মহোদয়র নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ছায়া তদন্ত শুরু করেন। তদন্তকালে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, সাহেবের সার্বিক দিক নির্দেশনায় ও নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০২/০৫/২০২৫ খ্রি ১৯.৩০ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন কড্ডার মোড় ফ্লাইওভারে নিচে হতে পরিত্যাক্ত অবস্থায় খালি ট্রাকটি উদ্ধার করেন। এঘটনার উপরোক্ত বিষয়টি বগুড়া জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ তাদের অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের জানিয়ে এবং আরো জানিয়েছেন ডাকাতি হওয়া অবশিষ্ঠ তেল উদ্ধারের চেষ্টাসহ ঘটনার সহিত জড়িত ডাকাতদের গ্রেফতার অভিযান চলমান আছে।
আপনার মতামত লিখুন :