ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

পীরগঞ্জ মাদারগঞ্জে ওজনে কারচুপি ভেজাল পণ্য প্রস্তুত এবং চড়া মূল্যে পণ্য বিক্রয় করছে রাজেশ স্টোর

✒ সাংবাদিক শিরিন,বিশেষ প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ

সাংবাদিক শিরিন,বিশেষ প্রতিনিধি: সোমবার ৫ মে রংপুর পীরগঞ্জের মাদারগঞ্জ বন্দরে একাধিক ক্রেতার অভিযোগে এক অভিনব ওজনের কারচুপি, চড়া মূল্যে পণ্য বিক্রয় এবং ভেজাল পণ্য প্রস্তুত সহ বিক্রয়ের প্রমাণ পাওয়া গেছে । সরে জমিনে জানা গেছে মাদারগঞ্জ বন্দরে মিরপুর রোডে জনতা ব্যাংক সংলগ্ন রাজেশ স্টোরে বস্তায় ৭০ কেজি লেখা থাকলেও বাস্তবে মিলছে সর্বোচ্চ ৬৭ কেজি যা মোটেও কাম্য নয় । বন্দরের খুচরা ব্যবসায়ী বাসেত আলী বলেন, আমি আজই ৭০ কেজি ওজনের এক বস্তা লবণ কিনে সন্দেহ হওয়ায় এখানে ওজন করেছি ।তাতে ৬৬ কেজি ৮০০ গ্রাম ওজন হয়েছে। এবং তাকে বিষয়টি জানিয়েছি। হাসান পুর গ্রামের সাহিদুল ইসলাম বলেন আমি তিন বস্তা ক্রয় করে ৬৬ থেকে প্রায় ৬৭ কেজি ওজনের হয়েছে । আমি বিভিন্ন দিনে বস্তা ক্রয় করে বিক্রয়ের সময়ে ওজনের তারতম্য পেয়েছি বলে আজ মহাজনের দোকানেই ওজন করে প্রমাণ করে দিয়েছি । তিনি আরো বলেন অভিযান চালালে কেঁচো খুড়তে সাপ বেরোবে । খুচরা পাইকারি বিক্রেতারা বস্তা প্রতি ৩ কেজি ঠকছেন বলে জানা গেছে । এছাড়াও একদিন আগেই প্রতি বস্তা ৮৫০ টাকা মূল্যে বিক্রয় করলেও আজ থেকে এক হাজার টাকা মূল্য নির্ধারণ করেছে । উপস্থিত ক্রেতাগণ বলেন ওজন হেরফেরের ঘটনা চড়া মূল্যে পণ্য বিক্রয় সহ ভেজাল পণ্য প্রস্তুত ও বিক্রয়ের অভিযোগ করেছেন । ক্রেতারা বলেন, এ নিয়ে দোকান মালিকের ছেলের সাথে কথা বললে তিনি বিভিন্ন অশালীন গালমন্দ ও হুমকী প্রদান করে থাকেন । উল্লেখ্য যে, দোকান পরিচালনা করেন তার ছেলে। ক্রেতারা জানান এ দোকানে দীর্ঘদিন থেকে এরকম নয় ছয় পণ্য, বাড়তি মূল্যে পণ্য বিক্রয় এবং ভেজাল পণ্য প্রস্তুত ও বিক্রয় করে অধিক মুনাফা করছেন এবং ক্রেতাদের ঠকাচ্ছেন। ক্রেতারা উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে অবিলম্বে ভোক্তা অধিকার অভিযানের দাবি জানিয়েছেন । এ বিষয়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শ্রী গোপাল চন্দ্র সাহার নিকট জানতে চাইলে তিনি ওজন কম হওয়ার কথা স্বীকার করে বলেন, দীর্ঘদিন লবণ স্টক থাকার কারণে এরকম ঘটছে। এসময় তিনি ৭০ কেজি বস্তা ক্রয়ের ইনভয়েস দেখান । বাড়তি মূল্য ও ভেজাল পণ্যের কথা অস্বীকার করেছেন । এ বিষয়ে সংশ্লিষ্ট ভোক্তা অধিকার কর্মকর্তাকে অবহিত করা হয়েছে ।