আনোয়ার হোসেন ,স্টাফ রিপোর্টার: ১লা মে বৃহস্পতিবার ২০২৫ ইং আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে টাংগাইল জেলার মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের অবস্থিত ইট ভাটায় কাজ করা শতাধিক শ্রমিকদের মাঝে দুপুরে ভালো মানের খাবার বিতরণ করা হয়েছে। আর্ন এন্ড লিভের আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠান এই কর্মসূচিতে শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন। জেলার প্রত্যন্ত অঞ্চলে ইট ভাটায় কাজ করা প্রায় মানুষ অসচ্ছল। বিভিন্ন জেলা থেকে তারা ইট ভাটায় নির্মাণ কাজে জড়িত। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত চলে খাবারের আয়োজন। খাবারের তালিকায় ছিল বিরিয়ানি, মাংস, ডিম, ও কোমল পানীয়। শ্রমিকরা এই আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব ফরিদা ইয়াসমিন জেসি জানান, ১ মে শ্রমিক দিবস। শ্রমিকের ঘামের বিনিময়ে সমাজের বিত্তরানরা সুখে আছে। তারা সব সময় ভালো খাবার খাই। আর শ্রমিকরা চাইলেও ভালো খাবার খেতে পারে না। তাদের অর্থনৈতিক অসচ্ছলতা থেকেই যায়। আর্ন এন্ড লিভের পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি বলেন শ্রমিক দিবসে প্রতিবারই শ্রমিকদের জন্য এভাবে ভালো খাবারের আয়োজন করে থাকি। ধারবাহিকভাবে এবারো শ্রমিক দিবসে তাদের মুখে ভালো খাবার তুলে দিতে পেরেছি। এই জন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। ইট ভাটার সরদার জয়নাল সাহেব বলেন, শ্রমিক দের জন্য এরকম চিন্তাধারা সবার হয় না। আর্ন এন্ড লিভ শ্রমিকদের জন্য খাবারের আয়োজন করেছে, এটা আজীবন আমাদের মনে গাথা থাকবে । সংশ্লিষ্ট সবার জন্য আমরা প্রান খুলে দোয়া করি। খাবার খেয়ে শ্রমিক জিয়াউল হক বলেন, ছয় মাসে আগে গোস্ত দিয়ে ভাত খাইছি। তারপর থেকে আর এরকম করে খাওয়া হয় নি। আজ খাবার খেয়ে অনেক ভালো লাগছে। আমার সন্তান, স্ত্রী সবাই আসছে। আমি দোয়া করি আপনাদের সবার জন্য। খাবার পরিবেশনে আর্ন এন্ড লিভের কাজ করেছেন সেচ্ছাসেবী আঃ আউয়াল, নোমান,বাচ্চু মিয়া, শিখা বনি, প্রিতম, সাব্বির প্রমুখ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকেরা জাতির অর্থনৈতিক চালিকাশক্তি। তাই এই দিনে তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তারা।
আপনার মতামত লিখুন :