ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ উজ্জ্বল সরকার ,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে একটি মামলায় জামিনে এসে বাদীকে হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরিয়ে শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগে থানায় এজাহার দায়ের। এজাহার সূত্রে জানা যায়,গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের দয়ারপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে হারুন মিয়া গত ২০২৪ সালের জুলাই মাসের ২১ তারিখে ১৯/১৬৪ ধারা ৩০৬ পেনাল কোড ১৮৬০ উক্ত ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মনজু মিয়া,মো.মনজু মিয়ার ছেলে শিমুল মিয়া,মো.কাশেম মিয়ার ছেলে মুকুল মিয়াসহ ৫ জনের নামে মামলা দায়ের করেন। মামলাটি বতর্মানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত মামলায় ১ নং আসামীরা জামিনে মুক্তি লাভ করিয়াছে। ১ নং আসামীসহ তার সহযোগী আসামিরা মামলার বাদী হারুনকে মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিতে থাকে। এমন অবস্থায় নিজের নিরাপত্তার কথা চিন্তা করে ১৮/১০/২০২৪ ইং তারিখে একটি সাধারণ ডায়রি করে। যাহার ডায়রী নং ৮০৭। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের এপ্রিল মাসের ১০ তারিখে বিশ্রামগাছী মৌজাস্থ চাংগের জাঙ্গাল ব্রীজ নামক স্থানে উক্ত আসামীরা দেশীয় অস্ত্রৃে-শস্ত্রে সজ্জিত হয়ে বাদী হারুন মিয়ার উপর অর্তকিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট শেষে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এসময় বাদী হারুন মিয়ার ডাক চিৎকারে মানুষজন এগিয়ে এলে আসামীরা পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এরপর হত্যা চেষ্টার অভিযোগ এনে থানায় আরও একটি এজাহার দায়ের করেন বাদী হারুন মিয়া।
আপনার মতামত লিখুন :