ঢাকা শুক্রবার ২৫শে এপ্রিল, ২০২৫
‘আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে স্ব-পদে পুনর্বহাল হলেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা জামায়াত নেতা সাংবাদিক রাহিদুল ইসলাম বাবু।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায় দলীয় নেতাকর্মী, সহকর্মী ও সমর্থকদের জমকালো অভ্যর্থনার মধ্য দিয়ে তিনি নিজ কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেন।এই সময় সকলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন রাহিদুল ইসলাম বাবু।এই উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্যের শুরুতেই মহান আল্লাহর শুকুরিয়া আদায় ও দরুদ পাঠ করেন। এরপর তিনি বলেন, ইউপি সদস্যদের সঙ্গে সৃষ্ট সকল ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। সকলের সমর্থন নিয়ে বিধান অনুযায়ী তিনি স্বপদে ফিরেছেন। আবারো জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ পেয়েছেন।তিনি আরো বলেন, জনগণের যথাযথ হক আদায়সহ তাদের সুখে-দু:খে তাদের পাশে থাকতে তিনি স্বপদে ফিরেছেন। জনগণের ভালোবাসা ছাড়া অন্যকোন লক্ষ্য উদ্দ্যশ্য তার নেই। তিনি সারাটি জীবন জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে ও অর্পিত দায়িত্ব পালনে দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান জামায়াত নেতা আবু তালেব সরকার, বরিশাল ইউনিয়ন জামায়াতের আমীর শামীম প্রধান, মহদীপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহামুদুল হাসান, সেক্রেটারী রেজাউল করিমসহ জামায়াত ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ১৭ মার্চ/২৪ তারিখে পদত্যাগ করলে চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করে ইসি।এরপর প্যানেল চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম সরকার। কিছুদিন পর উপনির্বাচনে লড়তে শহিদুল ইসলাম স্বপদ থেকে পদত্যাগ করেন। ৫ আগস্টের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সেই নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।এমতাবস্থায় ৪ জুলাই/২৪ তারিখে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন রাহিদুল ইসলাম বাবু। দায়িত্বগ্রহণের ৪ মাসের ব্যবধানে তার প্রতি অনাস্থা আনেন পরিষদের সদস্যগণ। ফলে ভারপ্রাপ্ত চেয়ারমান নিযু্ক্ত হন ইউপি সদস্য আজাদুল ইসলাম।কিন্তু খুব কম সময়ের মধ্যেই ইউপি সদস্যরা তাদের ভুল বুঝতে পেরে আবারও রাহিদুল ইসলাম বাবুর প্রতি সমর্থন প্রদান করেন। সেই ম্বপদে পুন:র্বহাল হন রাহিদুল ইসলাম।
আপনার মতামত লিখুন :