ঢাকা বৃহস্পতিবার ২৪শে এপ্রিল, ২০২৫
সামসুজ্জামান সেন্টু আত্রাই উপজেলা,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১জন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার উপজেলার ভরতেতুলিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দন্ডিতদের বিকেলেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন জানান, উপজেলার ভরতেতুলিয়ার সেভেনস্টার এলাকায় মাদকের আড্ডা চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয় যুবসমাজের সহযোগিতায় ১১জন মাদক সেবীকে আটক করে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(১) ধারা অনুযায়ী অবৈধ মাদক দ্রব্য হেরোইন ও গাঁজা সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এর মধ্যে ভরতেতুলিয়া গ্রামের ইমতিয়াজ হোসেনের ছেলে ইফতেখার আলী বিলাস (২৯) কে এক বছর,মৃত মোসলেম উদ্দীনের ছেলে আব্দুস সালাম (৪২) কে তিন মাস,কচুয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে রাজু (৩০) কে তিন মাস,ভরতেতুলিয়া গ্রামের নূরল ইসলামের ছেলে বাবু খন্দকার (৪৫) কে তিন মাস,একই গ্রামের আব্দুল মালেকের ছেলে রাজিব (২৮) কে ছয় মাস,আব্দুর রাজ্জাকের ছেলে কাওছার প্রামানিক (২২) কে ছয় মাস,আব্দুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (৩৬) কে ছয় মাস,মহেন্দ্র হাওলাদের ছেলে ঝুন্টু হাওলাদার (৩২) কে ছয় মাস,মোজাফ্ফর হোসেনের ছেলে জনি প্রামানিক (২৭)কে ছয় মাস,ফজলুর রহমানের ছেলে আব্দুর রহমান সরদার (৩৩) কে ছয় মাস এবং নূরল হকের ছেলে বাচ্চু (৩৭) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,দন্ডিত ১১জনকে বিকেলেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :