ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

বাঘায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৬ বাঘা

রাজশাহী প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৫:৫৮ অপরাহ্ণ

বাঘায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৬ বাঘা
রাজশাহীর বাঘায় সাজাপ্রাপ্ত আসামিসহ ছয়জনকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়,শুক্রবার(১৩ অক্টোবর)রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামিদেরকে রবিবার (১৪ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলেন,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি খায়ের হাট গ্রামের সাইত সওদাগরের ছেলে ইলিয়াস হোসেন সোনা ও সহদর ভাই শামসুল সওদাগর তাদের নামে অর্থ আত্বসাৎ ৪২০,৪০৬ ও ৩৪ ধারা যার মামলা নং ৭৪৭/২২,চন্ডিপুর গ্রামের আস্তুল আলীর ছেলে শিমুল,নারায়নপুর গ্রামের শী সুনিল কুমার সীলে ছেলে সুশান্ত কুমার সীল,নিয়মিত মামলার আসামী হেলালপুর গ্রামের আলাউদ্দিন এর ছেলে সুজন ও মর্শিদপুর গ্রামের খোরশেদ আলমের মজিবুর রহমান সাজাপ্রাপ্ত আসামী। এ ব্যাপারে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল ইসলাম কালাম বলেন, বাঘা থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৪ঘন্টা কাজ করে যাচ্ছে পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক বিনষ্টকারীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত আছে। পুলিশ জনগণের বন্ধু তবে আইন শৃঙ্খলা বিনষ্টকারীদের কোন ছাড় নেই। পুলিশের কাজকে তরান্বিত রাখতে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান করেন তিনি।