ঢাকা বুধবার ২৩শে এপ্রিল, ২০২৫

ঢাকা বুধবার ২৩শে এপ্রিল, ২০২৫

রান্না  ঘরে আগুন দিয়ে এলাকাবাসির নামে মামলা

✒ পটুয়াখালী প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলর গলাচিপা থানার ডাকুয়া ইউনিয়ন  ২নং ওয়ার্ডে কোহিনুর বেগম মৃত্যু – মতি  মাঝি বাদী হয়ে  মামলা করেন । ০১.০৪.২৫তারিখে ২:৩০ এর সময় রান্না  ঘরে আগুন দেয়২: ৩৫ এর সময় তার দেয়র ১নং সাক্ষি মোঃ নাসির মাঝি দেখতে পায় তার রান্না ঘরে আগুন জ্বলে সাথে সাথে দুর্বৃত্তরা পালিয়ে যায় এলাকাবাসী কে ডাক চিৎকার  দিয়ে এলাকাবাসী আগুন নিবায় এই ঘটনা ঘটে। এই  মামলা টা হয় ০৮.০৪.২৫ইং তারিখে  আসামিরা হল ১সোহেল মাঝি পিতা বরজাহান মাঝি ২. ফারুক প্যাদা পিং ফজলে আলি প্যাদা ৩. অশোক গাইন পিং কৃষ্ণ গাইন৪. আসিফ মাঝি পিং মহাসিন মাঝি৫. ফজলু মৃধা পিং সানু মৃধা। এলাকা বাসির কাছে অনুসন্ধানে জানা যায় নাসির মাঝি ৩.০৪.২৫ইং তারিখে থানায় জিডি করে  ০১.০৪.২৫ইং রান্নাঘরে ২.৪৫ মিনিটে প্রকৃতি ডাকে উঠতে গিয়ে আগুন জ্বলে  কে বা কাহার করেছে আমার জানা নাই। এলাকাবাসী বলে তারা নিজেরাই কেরাসিন ঢেলে আগুন  জ্বালিয়ে মিথ্যা  মামলা দিয়েছে তা সত্যতা  প্রমাণ পাওয়া গেছে। আরো বলেন নাসির মাঝির গুরুপ খারাপ প্রকৃতির লোক তারা এলাকাবাসীকে অনেক জনকে ক্ষয়ক্ষতি করেছে এবংজোরপূর্ব  জমি  লিখে নিয়েছে বিগত 17 বছর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সোহেল মাঝি পরিবারকে আর বাবাকে মারধরকরে পঙ্গু করে দেয় এবং তাকে ৭টি মিথ্যা মামলা দেয় এলাকা বাসী জমি  না দিলে অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি করে  এবং অনেক ক্ষতিসাধন করে  জমি লিখে নেয়।