মোঃ ফরহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের উত্তর মৌচাক গ্রামে সরকারি খাস জমি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সংবাদ কর্মী মোঃ ফরিদ উদ্দিন মাসুদের উপর অতর্কিত হামলা করে আওয়ামীলীগ এর সহযোগী সংগঠন যুবলীগের মৌচাক ইউনিয়ন যুবলীগ এর সদস্য নজরুল ইসলাম। অনুসন্ধানে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের উত্তর মৌচাকের আব্দুল লতিফের ছেলে নজরুল ইসলাম দীর্ঘদিন যাবত মৌচাক বন বিটের কতিপয় কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলে বনের জমি দখল করে বিক্রয় করে আসছে। নিজের নামে সরকারের বনায়নের প্লট নিয়ে কৌশলে অবাধে বিক্রয় করে যাচ্ছে বনের জমি, বন বিভাগ থেকে প্লট দেওয়া হয় ঔষধি বনাজি ও ফলের চারা গাছ রোপন করে পরিচর্যা করে পরিবেশ রক্ষা করার জন্য, কিন্তু নজরুল ইসলাম দীর্ঘদিন যাবত ক্ষমতার দাপট দেখিয়ে গাছ কেটে বিভিন্ন কৌশলে এই সমস্ত প্লটের জায়গা বিক্রি করছে। দিন দিন কমে আসছে বন বিভাগ থেকে মেপে দেওয়া বনের জায়গা, ছোট হয়ে আসছে বরাদ্দকৃত প্লট। জানা গেছে নজরুল ইসলামের পিতা আব্দুল লতিফ ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতেন সেই সুবাদে বেশ কয়েকটি প্লট নিজের নামে পেয়েছেন নজরুল ইসলাম, কিন্তু বনের জায়গা রক্ষা না করে বনের জায়গা বিক্রি করাই যেন তার পেশা এবং নেশা হয়ে গেছে নজরুল ইসলামের, নিজে থাকেন সরকারি খাস জায়গায়, ক্ষমতার দাপট দেখিয়ে নিজের জন্য নির্মাণ করেছেন একাধিক বাড়ি। স্থানীয় একাধিক ব্যক্তির সাথে কথা বললে নাম প্রকাশ না করার শর্তে বলেন, নজরুলের অন্যায় অপরাধ অপকর্মের বিষয়ে কেউ কথা বলে না, স্থানীয় মসজিদের একজন ইমাম সাহেব তার বিষয়ে মসজিদে বয়ান করেছিলেন এজন্য ইমাম সাহেবকে লাঞ্ছিত অপমানিত করে চাকরিচ্যুত করেছেন নজরুল ইসলাম, বিভিন্ন দোকানপাটে বাকি খেয়ে তিনি টাকা দিতে চান না, পাওনা ধার টাকা চাইতে গেলে বকাঝকা করেন, নজরুল ইসলামের বিষয়ে বন বিভাগ এর বিট অফিসে অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়নি বিট কর্মকর্তারা, বিট কর্মকর্তারা যেন নজরুলের কাছে অসহায়, সাবেক একজন বিট অফিসার সজীব বাবু কে পিটিয়ে হত্যার অভিযোগ আছে নজরুলের বিরুদ্ধে। এছাড়াও বন বিভাগের একাধিক মামলা রয়েছে তার নামে যা এখনো চলমান, তার কোন চাকরি বা ব্যবসা নেই, তার ব্যবসা হচ্ছে সরকারি বনের জায়গা দখল বিক্রয় এবং খাসের জায়গায় মানুষকে ঘরবাড়ি উঠিয়ে দেওয়ার দালালি যা থেকে মোটা অংকের টাকা পান তিনি, এমন অসংখ্য অভিযোগ আছে নজরুলের নামে। তার এই সমস্ত অন্যায় অপরাধ অপকর্মের বিষয়ে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সংবাদ কর্মী শেখ ফরিদ উদ্দিন মাসুদ অনুসন্ধান চালায়, এই অনুসন্ধানের বিষয় টা শুনে ক্ষিপ্ত হয়ে উঠে নজরুল ইসলাম। এরপর থেকে ফরিদ উদ্দিন মাসুদকে বিভিন্ন ভাবে কৌশলে ফাঁসানোর চেষ্টা করে ব্যর্থ হয়। গতকাল ১৩/০৪/২০২৫ ইং রাতে নজরুলের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাবার সময় চায়ের দোকানে উত পেতে থাকা নজরুল ও তার সহযোগীর মিলে অতর্কিত হামলা চালায় ফরিদ উদ্দিন মাসুদের উপর, এ সময় মানহানিকর অশালীন কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয় যে, যে কোন সময় তোকে শেষ করে দিবো। এ সময় ফরিদ উদ্দিন মাসুদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ফরিদকে উদ্ধার করে। হামলার বিষয়টি তাৎক্ষণিক কালিয়াকৈর থানা পুলিশকে অবহিত করা হয়। সুশীল সচেতন নাগরিক সমাজ মনে করেন নজরুল যেভাবে সরকারি ও বনের জায়গা দখল ও বিক্রি করে ঘর বাড়ি নির্মাণ করছে এতে করে বন ও পরিবেশ নষ্ট হচ্ছে, খুব দ্রুত গতিতে বন বিভাগ কর্তৃপক্ষ যেন নজরুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
আপনার মতামত লিখুন :