ঢাকা বুধবার ১৬ই এপ্রিল, ২০২৫

ঢাকা বুধবার ১৬ই এপ্রিল, ২০২৫

পলাশবাড়ীতে বিএনপির বৈশাখ বর্ষবরণে আনন্দ র‌্যালি

✒ মোঃ সাগর সরকার, স্টাফ রিপোর্টার: প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ

মোঃ সাগর সরকার, স্টাফ রিপোর্টার: নতুন দিনের নতুন আলো নতুন জীবন গড়ি,জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ কে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি বের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপি শাখা। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর হতে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সামাদ মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশফেকুর রহমান রিপন, জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম রাজা,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রাজু আহমেদ,উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহবায়ক মোঃ সাগর সরকার মিনু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শামিম রেজা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজাদুল ইসলাম,উপজেলা বিএনপির সহ-সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল সহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।