মোঃ সাগর সরকার ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দ বরণ করা হয়েছে। ঈদ আনন্দের আমেজ কাটতে না কাটতেই বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ ঘিরে নানা আয়োজনে মেতে উঠেছে উপজেলা জুড়ে। সোমবার (১৪ এপ্রিল) বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। সকাল ৯ টায় উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রায় শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ অংশ নেওয়া বিভিন্ন বয়সী মানুষের উচ্ছ্বাস আর বাহারি পোশাক পরিধান, নাচ-গান, হই-হুল্লোড়ে তৈরি হয় অন্যরকম আমেজ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সব পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা চত্ত্বর বৈশাখী মঞ্চে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই উপজেলা বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলি ভুট্টাে,সিনিয়র মৎস কর্মকর্তা আব্দুল আহাদ লাজু,থানা ইন্সপেক্টর (তদন্ত) পবিত্র কুমার সরকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল সালাম, উপজেলা একাডেমিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশফেকুর রহমান রিপন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবু তালেব সরকার, পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ গোলাম মোস্তাফা, জামায়াত নেতা মোঃ তাজুল ইসলাম মিলন, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মাসুদ রানা শেখ,অর্ণব আহম্মেদ সামিদ ও আরিফ মিয়াসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এরপর বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যামে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় নতুন বছর বরণ করতে এবার কোনো অনীহা দেখা যায়নি কারো মধ্যে। উপজেলায় এই শোভাযাত্রা বের হওয়ার আগে থেকেই তাদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পৌরসভায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে নববর্ষ শোভাযাত্রায় অংশ নিতে শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসতে শুরু করেন। শোভাযাত্রায় অংশ নিতে আসা নারীদের বেশিরভাগের পরনে ছিল শাড়ি আর মাথায় নানা রঙের ফুল দেখা গেছে। পুরুষদের পরনে সাদা রঙের পাঞ্জাবি । এদিকে বাংলা নববর্ষ উদ্যাপনকে ঘিরে পৌর শহরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে থানা পুলিশ। সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে শহর জুড়ে।
আপনার মতামত লিখুন :