নড়াইল দিঘলিয়ার ভূমিখেকো রউপ মমতাজ দম্পতির দখলে দিঘলিয়া পূর্বপাড়া আক্রাবাড়ি ডোবের সংযোগ খাল। প্রকাশ, শনিবার ১৪ অক্টোবর ২০২৩ নড়াইল জেলাধীন দিঘলিয়া আক্রাবাড়ি ডোবে পানি আটকে যাওয়ার কারণে তলিয়ে গেছে কৃষকের ফসল। পূর্বপরিকল্পিত ভাবে হিন্দুরের দেওয়া খালের জমি বিভিন্ন জাল জালি করে দখল করে রেখেছে রউফ মমতাজ দম্পতি। যার কারণে ডোবের প্রায় দুইশো কৃষক পরিবারের ফসল পানির নিচে তলিয়ে গেছে। বহু ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, একই সঙ্গে রান্না খাওয়া টয়লেট করাও বন্ধ হয়ে গেছে। ঘর ছেড়ে আত্নীয়সজনের বাড়িতে আশ্রয় নিয়েছে অনেকেই। নড়াইল জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত রউফ মমতাজ দম্পতিকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :