ঢাকা শুক্রবার ১৮ই এপ্রিল, ২০২৫
মোঃ আফতাবুল আলম, রাজশাহী : রাজশাহী মোহনপুর উপজেলা চত্তরে মোহনপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪ – ২০২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় খরিফ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ডাল ও তিল এবং উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ (০৯ই এপ্রিল বুধবার) মোহনপুর উপজেলা চত্তরে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমের জন্য মোট ৪৫৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম এর সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার এম, এ মান্নানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, সহকারী কমিশনার ভূমি, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ৪৫০০ জন চাষীর প্রত্যেককে ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৫০ জন তিল চাষীর প্রত্যেককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি পটাশ এবং ৩০ জন মুগ চাষীর প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি পটাশ সার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :