ঢাকা শুক্রবার ১৮ই এপ্রিল, ২০২৫

ঢাকা শুক্রবার ১৮ই এপ্রিল, ২০২৫

কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আটক

✒  মোঃ ফরহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ

 মোঃ ফরহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা পলাতক আসামি মেরাজ মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ মিয়াকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার খাড়াজোরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  মেরাজ মিয়া ২০২৪ সালের ৫ আগস্ট কালিয়াকৈরে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার ( তারিখ: ০২/১১/২০২৪) এজাহারভুক্ত ৮৭ নম্বর আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন মেরাজ। সর্বশেষ ৮ এপ্রিল রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেরাজ মিয়া কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। এ বিষয়ে কালিয়াকৈর থানার (উপ-পরিদর্শক) এস আই রাসেল আহমেদ জানান, আমরা অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত পলাতক আসামি মেরাজ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে আজ ( বুধবার ) আদালতে পাঠানো হবে।