ঢাকা শুক্রবার ১৮ই এপ্রিল, ২০২৫
টাঙ্গাইল প্রতিনিধি: কালিহাতীর নারান্দিয়ায় এনএসকে ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ এবং আলোচনা সভা হয়েছে।ঈদুল ফিতরের পরদিন মঙ্গলবার নারান্দিয়া সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের কার্যালয়ের সামনে অনুষ্ঠানটি হয়।এতে প্রধান অতিথি হিসেবে বৃত্তিপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও টাকা তুলে দেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল আলম শাহজাহান।বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম নুপুরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা তামিম আকতার প্রামাণিক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম শফি প্রমুখ।স্বেচ্ছাসেবী সংগঠন এনএসকে”র সভাপতি মোহাম্মদ কোরান ইবনে জালালের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক লোকমান হোসেন ও শিক্ষা বিষয়ক সম্পাদক সুরাইয়া সুলতানা শীলাসহ অন্য সদস্যরা।উল্লেখ্য, এনএসকে”র ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ৫ শ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এরমধ্যে মেধা তালিকার ভিতিতে ৯০ জনকে বৃত্তি দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :