ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

সাদুল্যাপুরে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ

✒ মোঃ উজ্জ্বল সরকার ‎,গাইবান্ধা জেলা প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ

মোঃ উজ্জ্বল সরকার ‎,গাইবান্ধা জেলা প্রতিনিধি: ‎‎গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার ভাতগ্ৰাম ইউনিয়নের বিরাহিমপুর গ্ৰামে জমি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তাজু ইসলাম গং আদালতে মামলা দেয়াসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। বিবাদী গায়ের জোরে ওই জমি দখলে নিতে মরিয়া বলে অভিযোগ তোলা হয়েছে আবু বক্করের ছেলে রাব্বি গংদের বিরুদ্ধে। তাজু ইসলামের দাবি, ভুলক্রমে আবু বক্করের নামে জমি রেকর্ড হওয়ায়, জীবননাশের হুমকি সহ উচ্ছেদ করে দেওয়ার পায়তারা করে আসিতেছে। ‎ ‎অভিযোগে বলা হয়েছে, বিরাহিমপুরে আব্দুল মোত্তালিন আকন্দের ছেলে তাজু আকন্দর জমি জবর দখলে লিপ্ত একই গ্রামের মৃত আবু বক্করের ছেলে রাব্বি আকন্দর। ‎ ‎ সাদুল্যাপুর, মৌজা কৃষ্ণপুরে সি.এস. ৩২/৩ খতিয়ান ভুক্ত ৫৩ শতক জমিতে বছির উদ্দিন, দছির, ফয়েজ, রইচ আকন্দ ও খেতাব আকন্দ দখিলকার থাকাকালে মৃত্যুমুখে পতিত হইলে ১ পুত্র মেছতার আলী ১ স্ত্রী টেবরী মাই বেওয়া, ২ কন্যা রাবেয়া খাতুন ও খুকি মাই ওয়ারিশ বর্তমান থাকে। ২। এস.এ. খতিয়ানের শরিক দছির উদ্দিন ১ পুত্র আব্দুল মান্নান ও ১ কন্যা জায়েদা মাই ওয়ারিশ বর্তমান থাকেন এবং সি.এস. খতিয়ানের শরিক ফয়েজ উদ্দিন সহ অন্যান্য শরিকগনের ওয়ারিশগনের নামে এস.এ. ৪০ খতিয়ান সঠিক ও শুদ্ধ ভাবে প্রস্তুত হয় এবং এস.এ. খতিয়ানের দখল সূত্রে ফয়েজ ০.৩ শতক এবং জামিলা ৫০ শতক জমি ভোগ দখল করিয়াছেন। ‎ ‎বাদীগন ৫৩ শতক জমি ভোগদখল করাকালে মৌরশ সরকারকে নালিশী জমির বাবদ খাজনাদী প্রদান করিয়াছেন। ৩। এস.এ. ৪০ খতিয়ানের শরিকগন ৫৩ শতক জমি ভোগদখল করাকালে বর্তমান আর.এস. জরিপকালে এস.এ. খতিয়ানের শরিকগনের নামে (ক) তফশিল বর্ণিত ৫৩ শতক জমির বাবদ আর.এস. খতিয়ান প্রস্তুত না হইয়া ভুল ভূয়া ভিত্তিহীন ভাবে মধু মিয়া, আমজাদ আলী ও আবু বক্কর, নামে ১০৩৯ দাগের বাবদ হাল ১৮৩৮, ১৮৩৯, ১৮৪৩ প্রস্তুতে আর.এস. ৩২ খতিয়ান প্রস্তুত হইয়াছে। বিবাদীগণ (ক) তফশিল বর্ণিত জমি কখনই ভোগদখল করে নাই কিংবা করিবার কোন কারণ নাই। ‎ ‎অভিযোগ জমিতে এস.এ. ৪০ খতিয়ানের শরিক বাদী তাজু আকন্দ, করিম আকন্দ, লাভলী বেগম ওয়ারিশ বর্তমানে জমি চাষাবাদে ভোগ দখল করিতেছেন। বাদীগণ তপশিল জমি ভোগ দখল করাকালে জানুয়ারী/২৫ মাসের শেষ বিবাদীগণ জমি আর,এস, খতিয়ানের বিষয় প্রকাশ করিয়া । ‎জমি দাবী করেন, এবং বিভিন্ন সময়ে রাতের অন্ধকারে বাসায় ঢুকে ভয়-ভীতি এবং জীবননাশের হুমকি দেয়। ‎ পরে বাদীগণ অভিযুক্ত জমির বাবদ আর.এস. ৩২ খতিয়ানের বিষয় জানিতে পারিবার পর অভিযুক্ত মৌজায় আর.এস. খতিয়ানের গেজেট প্রকাশিত হওয়ায় ‎ ‎বাদী আদালতে ট্রাইবুনালে মোকদ্দমা দায়েরের করিন। ৫৩ শতক জমির আর.এস. খতিয়ানের জাবেদা উত্তোলন করেন, বাদী তাজু আকন্দ দেশের সরকার ও পুলিশ প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সঠিক তদন্তে দাবি জানান।