ঢাকা মঙ্গলবার ৮ই এপ্রিল, ২০২৫
সোহানুল হক পারভেজ ,রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোর উপজেলায় আজ ৭ এপ্রিল ইউনেস্কোর সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান ‘বাংলাদে জাতীয় জাদুঘর’-এর উদ্যোগে “Implementing Community-based Heritage Festivals (ICH) eight administrative divisions of Bangladesh” শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে “আনন্দ-বৈভব: উৎসনে বাংলাদেশ” শিরোনামে ২ (দুই) বছর মেয়াদী কর্মসূচির আওতায় ‘ব্রতী সমাজ কল্যাণ সংস্থা’ অদ্য ৭ এপ্রিল ২০২০ সোমবার সকাল ৯ টা থেকে সারাদিন ব্যাপি তানোর উপজেলার কাজীপাড়া গ্রামে সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্যগত ধর্মী সংস্কৃতি ‘বাহা উৎসব’ পালন করেছে। সাঁওতাল সম্প্রদায়ের ‘বাহা উৎসব’ ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতির ঐতিহ্য সুরক্ষ স্থান পাবে এই আয়োজনের এটাই লক্ষ্য। সারাদিন ব্যাপি অনুষ্ঠানে সকাল ৯ টায় সাঁওতাল সংস্কৃতির অংশ হিসেবে ধোয়ানোর মাধ্যমে অতিথিদের বরণ করে নেয়া হয় ও অনুষ্ঠান শুরু হয়। রীতি অনুযায়ী নাইকির বাড়ীতে নাই সাপড়াও ও নাইকি দারাম অনুষ্ঠিত হয়। পরে জাহের থানে পূজা ও প্রসাদ বিতরণ করা হয়। পরে মান্ডি থানে পূজা প্রসাদ বিতরণ করা হয়। পুজা পর্বের শেষে গ্রামের প্রতিটি বাড়ীতে সাগুন ঠিলি আসেন বাহা বিতরণ ও গ্রহণ করা হয় বিরতির পরে দ্বিতীয় অধিবেশনে ‘বাহা উৎসব’ নিয়ে আলোচনা এবং সাঁওতাল সম্প্রদায়ের ১০ টি গান ও নৃত্য পরিবেশ করা হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জন নাফরিজা শ্যামা। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ভগন হাঁসদা, সমাজসেবক ও স্যাঁন্তালী লেখক, তানোর; জনাব কামেল মার্জী, প্রধান শিক্ষক, মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয় ও সভাপতি, তানোর থা আদিবাসী পারগানা পরিষদ: জনাব মাশতুরা আমিনা, সহকারী কমিশনার (ভূমি), তানোর; জনাব মোঃ আফজ হোসেন, অফিসার ইনচার্জ, তানোর থানা; জনাব লিয়াকত সালমান, উপজেলা নির্বাহী অফিসার, তানোর; জনাব মোজাহার রহমান, সহকারী কীপার, বাংলাদেশ জাতীয় জাদুঘর; জনাব রাশেদুল আলম প্রদীপ, সহকারী কীপ বাংলাদেশ জাতীয় জাদুঘর: জনাব আসমা ফেরদৌসি, কীপার, বাংলাদেশ জাতীয় জাদুঘর; জনাব এ কে এম মাজহা ইসলাম, অধ্যাপক, নৃতত্ত্ব বিজ্ঞান বিভাগ, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, ইনস্টিটি অব অ্যাপ্লায়েড এনথ্রোপলজি। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশের প্রথিতযশা নৃত্যশিল্পী ও গবেষক, সাধনার শৈল্পিক পরিচালক জনাব মরিয়ম। বাহা উৎসব এর তাৎপর্য নিয়ে কিছু কথা বলেন জগেন মুর্মু এছাড়া স্বাগত বক্তব্য প্রদান করেন উত্তর পরিচালক জনাব মোস্তফা জামান। অনুষ্ঠানে সাঁওতাল সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রায় ৩০০০ জন, সাংবাদিক ও শণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :