ঢাকা বুধবার ৯ই এপ্রিল, ২০২৫
মোঃ শামীম মিয়া ,দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার।দলটির উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে। নব নির্বাচিত সভাপতি মো. আরিফ খান রাসেল, সাধারণ সম্পাদক এইচ.এম ইলিয়াস উদ্দিন আজাদ সহ সকল নেতৃবৃন্দের উপস্থিতে মুখরিত পরিবেশে শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ লিয়াকত হোসাইন । অনুষ্ঠানের সভাপতিত্ব নব নির্বাচিত সভাপতি মো. আরিফ খান রাসেল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এইচ.এম ইলিয়াস উদ্দিন আজাদ। এ সময় উল্লেখ্য যোগ্যভাবে নব নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মমতাজ উদ্দিন, গোলাম মোর্শেদ, মুফতি কামরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি জাকিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো.রুকুনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব শাহ জিহাদী, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সোহেল রানা লেবু, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসাইন মন্ডল প্রমুখ । শপথ গ্রহণন শেষে মোনাজাতের মধ্য দিয়ে সংগঠন ও দেশবাসীর কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।
আপনার মতামত লিখুন :