ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : মাদারীপুরের রাজৈরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজৈর উপজেলা শাখার আয়োজনে ঈদ পূ্র্ণ মিলনী অনুষ্ঠিত। শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৭ টায় বন্দরনগরী টেকেরহাটের আল হেরা ইসলামী একাডেমিতে অনুষ্ঠিত ঈদ পূ্র্ণমিলনীতে উপজেলা আমীর সহকারী অধ্যাপক আলী আহম্মাদ আকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সাবেক আমির ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুস সোবহান খান।এসময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নায়েবে আমীর মাস্টার নজরুল ইসলাম খান, মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সভাপতি সাংবাদিক এস এম ফেরদৌস হোসাইন, উপজেলা সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশন রাজৈর উপজেলা সভাপতি আলমগীর হোসেন মোল্লা সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্ন নেতৃবৃন্দ।ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল কাজী।
আপনার মতামত লিখুন :