মোঃ আফতাবুল আলম ,রাজশাহী: রাজশাহী মোহনপুর তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মনোন্নয়ন ’ এই প্রতিপাদ্যে মোহনপুর উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ রোববার ( ৬ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলা হলরুমে আলোচনা সভায় এসে মিলিত হয়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকা, এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজার ব্যবস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন। মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা ত্রান ও দূর্যোগ কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা এলজিডি প্রকৌশলী নুরুন্নাহার,সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরোও উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয় দল বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম,সহ প্রমুখ। আলোচনা শেষে তারুণ্যের অংশগ্রহণ খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন। র্যালি ও আলোচনাসভার আগে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়
আপনার মতামত লিখুন :