ঢাকা বৃহস্পতিবার ৩রা এপ্রিল, ২০২৫
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে হরিরামপুর ইউনিয়নের বরদহ পূর্ব পাড়া কানিপাড়া গ্রামের কিশোর গ্যাংএর হামলায় বাড়ীঘর ভাংচুর করে লুট করার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।থানার এজাহার সুত্রে জানাযায়, গত ২৮ ফেব্রুয়ারী রাত্রী অনুমানিক সারে নয়টার সময় বড়দহ পূর্বপাড়া ব্রীজের সংলগ্ন এলাকায়,মোহাম্মদ আলীর ছেলে রায়হান(২০), শাহারুলের ছেলে নাঈম মিয়া(১৯) ও শহিদুল ইসলামের পুত্র ইমন মিয়া(১৯) তিন জন মিলে মাদক সেবন কালে পূর্বপাড়া গ্রামের সাইদের রহমান মোল্লার ছেলে রায়হান মোল্লা মোবাইলে টর্চ দিয়ে তাদের দেখে ফেললে অভিযুক্ত আসামিরা রায়হান মোল্লাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাদের সাথে তর্ক- বিতর্কের একপর্যায়ে অভিযুক্তরা তাকে মারা্র জন্য ধাওয়া করলে রায়হান আত্ম রক্ষার জন্য দৌড়ে বাড়িতে আসে। ঘটনার কিছুক্ষণ পরে প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া,রামদা,চাকু,লাঠি,রড,হাসুয়া ইত্যাদি নিয়ে সঙ্ঘবদ্ধ হয়ে সাইদুর রহমানের বাড়িতে ভাংচুর ও লুটপাট করে। বাড়িঘর ভাঙচুর করে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ সময় আসামিরা হায়দার আলীট ঘরে থাকা বিদেশ গমনের রক্ষিত তিন লক্ষ টাকা,স্বর্ণের গহনা যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৮০ হাজার টাকা বাক্সের ভিতর থেকে বেড় করে নিয়ে যায়। এ ঘটনায় আসামীদের কাজে বাধা নিষেধ করিলে রায়হান মোল্লা সহ তার তিন চাচাতো ভাই এবং চাচীকে মারপিট করে। এক পর্যায়ে তাদের সাথে না পেরে ওঠায় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা নেয়। পরে আসামিরা পালিয়ে যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি বুলবুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত আসামিরা হলেনঃ মধু মিয়া, সাদা মিয়া, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আমজাদ হোসেন, রেজাউল করিম, শিপন মিয়া, লিটন মিয়া, সবুজ মিয়া, শাওন মিয়া, মোহাম্মদ আলী, মমতাজ, হাসান, আশরাফুল,রাসেল, মিনহাজুল, মুকুল,মোশারফ,মোবারক,শফিকুল,।
তুচ্ছ ঘটনায় এরকম ভাবে হামলা মারপিট ও লুটপাট করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকার জনগণের মাঝে।
দ্রুত আসামি দের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী ভুক্তভোগী পরিবারের।
আপনার মতামত লিখুন :