ঢাকা বৃহস্পতিবার ৩রা এপ্রিল, ২০২৫

ঢাকা বৃহস্পতিবার ৩রা এপ্রিল, ২০২৫

ভাঙ্গায় মাদক ও চোরের বিরুদ্ধে গ্রামবাসীর আলোচনা সভা ও রেলি  অনুষ্ঠিত।

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ২:৪১ পূর্বাহ্ণ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদি গ্রাম   মাদক ও চোরের বিরুদ্ধে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে, গ্রামের বিভিন্ন স্থানে চুরি সংগঠিত হওয়ার কারণে  ফুসে উঠলেন গ্রামবাসী। তাদের স্লোগান একটাই  হয়  মাদক ব্যবসায়ী, সেবনকারী ও চোর গ্রাম ছাড়বে  নয়তো আমরা গ্রামবাসী  ছাড়বে। এই স্লোগান নিয়ে ভাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড আতাদী চরকান্দা গ্রামের মুন্সিবাড়ি ঈদগাহ মাদ্রাসা মাঠে মানিক মাতুব্বরের সভাপতিত্বে  মাদক ও চোরের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও রেলি অনুষ্ঠিত হয় । গ্রামবাসী মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ছিছকে চোরদের অন্ধকার জগত থেকে আলোর পথে ফিরে আসতে আল্টিমেটাম দেন। ওই গ্রামে আর কোন মাদক ব্যবসা, মাদক সেবন ও চুরির ঘটনা ঘটলে তাদেরকে দেশছাড়া করার ঘোষণা দেন। তখন গ্রামবাসী একসঙ্গে সমর্থন জানান। এবং তারা মাদক ব্যবসায়ী ও চোরের লিখিতভাবে নাম প্রকাশ করেন, মাদক ব্যবসায়ীরা হলেন -সোহাগ মাতুব্বর মাদক ব্যবসায়ী, রাজা খান,বাবু খা, মিজানুর খা, অপু। চোরের সদস্যরা হলেন-মাহফুজ মাতুব্বর, শেখ রুবেল, রিয়াজ শেখ, সজিব খা, রাসেল মুন্সী, হাবিব, সাগর খা, আজাদুল ফকির, ওবায়দুল মোল্লা, নাজমুল হাসান ছোটন। এ সময়  মানিক মাতুব্বর, আইয়ুব মুন্সী ও মাসুদ ডাক্তারের নেতৃত্বে একটি রেলি বের হয়ে গ্রামের বিভিন্ন রাস্তা  প্রদক্ষিণ করেন। প্রতিবাদ সমাবেশে মাওলানা ইসরাফিলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, স্থানীয় সাবেক কাউন্সিলর মদা মাতুব্বর, এশারত শেখ, আলমগীর চৌধুরী, নাসির মাতুব্বর,অহিদ মাতব্বর, রোমান মাতুব্বর প্রমূখ।সম্প্রতি পহেলা রমজানের রাতে বিদ্যুৎ লাইনের প্রায় ২২ লক্ষ টাকার তার চুরির অভিযোগে ভাঙ্গা বিদ্যুৎ অফিস  গ্রামবাসীকে কয়েক রাত বিদ্যুৎবিহীন রেখেছেন। সেই ক্ষোভে চোরদের গ্রাম ছাড়া করার এই প্রতিবাদ সমাবেশ করা হয়। এ বিষয়ে ভাঙ্গা আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান জানান, আতাদি এলাকা থেকে লক্ষ লক্ষ টাকার তার চুরি করে নিয়ে গেছে চোরেরা, থানায় অভিযোগ দেওয়ার জন্য গেলে ওই চোরদের বিরুদ্ধে সাত থেকে আটটি করে মামলা রয়েছে বলে থানায় অভিযোগ গ্রহণ করেননি এ কারণেই গ্রামবাসীরা এই পদক্ষেপ নিয়েছেন,  গ্রামবাসীরা চোরদের বাড়িঘর ভাঙচুর করে তাড়িয়ে দেওয়ার খবর শুনেছি।