সোহানুল হক পারভেজ ,রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোর পৌর সদরের কালিগঞ্জ বাজারে বিল্ডিং কোড অমান্য করে সরকারি রাস্তা দখল করে এবং পাশের জায়গার জল পড়োন না ছেড়ে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। পবা থানার তেঘর গ্রামের শামসুল বিরুদ্ধে। তানোর পৌরসভার ৯ নং ওয়ার্ডে পবা থানার তেঘর গ্রামের শামসুল নামের এক ব্যাক্তির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। জানা যায়, সরকারি রাস্তা থেকে ৩৫ ফিট দূরে মার্কেট বা দোকান ঘর করার নিয়ম থাকলেও, সে নিয়মের কোন তোয়াক্কা না করে সরকারি রাস্তা উভয় পাশে জল পড়ন না ছেড়ে দোকান ঘর নির্মাণ করছে তেঘর গ্রামের প্রভাবশালী শামসুল। তাদেরকে স্থানীয় কাউন্সিলরসহ কয়েকজন বাধা দিলেও তাদের বাধা না মেনে পুনরায় দেয়াল নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে প্রভাবশালী তেঘর গ্রামের সামসুলের নামে । এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বাবু বলেন, পৌরসভার বিল্ডিং কোড আইন অমান্য করে রাস্তা ঘেষে প্রভাবশালী শামসুল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে দোকান ঘর নির্মাণ করছে। তাকে মৌখিক ভাবে একাধিকবার দেওয়াল নির্মাণ না করার জন্য বলা হয়েছে। উনি যদি পৌরসভার নিয়ম না মানার কারনে তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে অভিযুক্ত পরিবারের সাথে যোগাযোগ করা হলে প্রভাবশালী শামসুলের মোবাইল ফোনে ০১৭৫৭-৪০৩৭১০একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।
আপনার মতামত লিখুন :