ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার ২ নং ভরতখালী ইউনিয়নে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের ৩৫১০ পরিবারের মধ্যে ৩৩২৫ দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মণ্ডলের নেতৃত্বে এবং ওয়ার্ড সদস্যদের তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।তবে বিতরণের সময় এক বিতর্কিত ঘটনা ঘটে। অজ্ঞাত কিছু ব্যক্তি ১০ বস্তা চাল ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বিএনপির কিছু নেতা চালগুলো মালিকবিহীন বলে দাবি করে জব্দ করেন এবং ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে এসে বিক্ষোভ শুরু করেন।খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। তদন্তের পর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জব্দ কৃত চাল ব্যতিরেকে পরিষদের গুদামে অবশিষ্ট কার্ডধারীদের চাল মজুদ রয়েছে। বিতরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসারে চালগুলো সাধারণ মানুষের কাছেই পৌঁছাবে এবং কোনো অনিয়ম ও চাল লোপাটের প্রমাণ পাওয়া যায়নি। জব্দকৃত চালগুলোর মালিক না পাওয়ায় পরে সিদ্ধান্ত নেওয়া হয়, জব্দকৃত চাল সহ অনুপস্থিত কার্ডধারীদের বাকি চালগুলো পরের দিন সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হবে।স্থানীয় প্রশাসন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং আশ্বাস দিয়েছে যে, সরকারি ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :