ঢাকা বৃহস্পতিবার ৩রা এপ্রিল, ২০২৫
মোঃ ফরহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর বাজার ব্যবসায়ী বৃন্দদের উদ্যোগে শনিবার বিকেলে মিক্সার মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সফিপুর বাজার ব্যবসায়ীবৃন্দদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহমেদ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মোঃ ছবুর সরকার, সভাপতি কালিয়াকৈর পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ রাসেল আহমেদ, সহ-সভাপতি কালিয়াকৈর পৌর ৯ নং ওয়ার্ড যুবদল।উক্ত ইফতার ও দোয়া মাহফিলে, প্রধান অতিথির বক্তব্যে সাইজুদ্দিন আহমেদ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৬ থেকে ১৭ বছর সুদূর প্রবাসে বসেও ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন, উৎসাহ দিয়েছেন। যার অনুপ্রেরণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার সমামনা সকল বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। তিনি সফিপুর বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্য করে আরো বলেন,আপনারা নির্ভয়ে ব্যবসা পরিচালনা করে যাবেন আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো আপনাদের সুখ দুখের ভাগ নিয়ে এক সাথেই থাকতে চাই সবসময়।অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মোঃ খন্দকার জুলফিকার জনি, সাবেক সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। মোঃ আব্দুল বারেক সরকার, সহ-সাধারণ সম্পাদক কালিয়াকৈর পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি। মোঃ রিয়াজ উদ্দিন সহ-সভাপতি কালিয়াকৈর পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি, মোঃ জাহাঙ্গীর আলম কর্মবিষয়ক সম্পাদক কালিয়াকৈর পৌর ৯ নং ওয়ার্ড যুবদল। মোঃ রাব্বুল আহম্মেদ ফকির শুভ সাধারণ সম্পাদক কালিয়াকৈর পৌর ৯ নং ওয়ার্ড ছাত্রদল। মোঃ শরিফ বেপারী সহ-সাধারণ সম্পাদক কালিয়াকৈর উপজেলা মৎস্যজীবী দল, মোঃ আল-আমিন যুগ্ম সাধারণ সম্পাদক কালিয়াকৈর উপজেলা মৎসজীবিদল। মোঃ সুজন মন্ডল সাংগঠনিক সম্পাদক কালিয়াকৈর উপজেলা মৎস্যজীবী দল।মোঃ মাহবু্ুর রহমান সোহেল কালিয়াকৈর উপজেলা যুবদল।সফিপুর বাজার ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী সহ আরো উপস্থিত ছিলেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কালিয়াকৈর থানা উপজেলার সকল ইউনিয়ন ও কালিয়াকৈর সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :