ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

গোবিন্দগঞ্জে যৌতুকের টাকা দিতে না পারায় মারপিট করে তারিয়ে দিল স্বামী

✒ গাইবান্ধা প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৯:২৭ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়ী ইউনিয়নে বেগুনবাড়ী গ্রামের পুত্রবধুকে মারধর করে তারিয়ে দিয়েছে স্বামী। অভিযোগ সু্ত্রে জানাযায়, বারো বছরের সংসার জীবনে দুই সন্তানের জননিকে মেরে বাড়ী থেকে তারিয়ে দিয়েছে কাটাবারী ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক রবিউল ইসলাম। ২০১২ সালে পারিবারিক ভাবে বেগুনবাড়ি গ্রামের আব্দুল খালেকের পুত্র রবিউল এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মালেকাবাদ গ্রামের সুরুজ্জামানের মেয়ে রুমি । বিবাহের ১০ বছর ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু গত দুই বছর যাবত রবিউল বিভিন্ন সময় স্ত্রী রুমিকে বাড়ী থেকে টাকা আনতে বলে টাকা এনে নাদিলে নির্যাতন করে। বিদেশে যাবে ব্যাবসা করবে বিভিন্ন অযুহাতে টাকা দাবি করতে থাকে রবিউল। তার দাবির প্রেক্ষিতিতে বড় বনের নিকট থেকে চার লক্ষ টাকা নিয়ে দেয় টাকা শেষ হলেই শুরু করে নির্যাতন। পরে জানতে পারে রবিউল পরকিয়া প্রেমে আসক্ত হয়েছে। পরোকিয়ার সম্পর্ক জানাজানি হলে স্ত্রী রুমি বেগম নিষেধ করে। পরকিয়ার সম্পর্কের নিষেধ করলেই রুমির উপর শুরু হয় অমানুষিক নির্যাতন। গত ২৮শে ফেব্রয়ারী রাতে পরকিয়া করে বিয়ে করছে রবিউল ৷ বিষয়টি প্রথম স্ত্রী রুমি ্যজানতে পারে, পরে এ বিষয়ে রাতে স্বামী রবিউলের নিকট জানতে চাইলে শুরু হয় নির্যাতন। নির্যাতনের এক পর্যায়ে ধারালো বটি দিয়ে রুমির শরিরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত যখম করে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
ঘটনার বিষয়ে ওসি বুলবুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।