ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

সাঘাটার ভরতখালী ইউনিয়নে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

✒ সাঘাটা প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ

সাঘাটা প্রতিনিধি: সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন শাখা বিএনপির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ মার্চ (শুক্রবার) আয়োজিত এই মাহফিলে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা থানা মৎস্যজীবী দলের সভাপতি ও সম্পাদক। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির মঞ্জুরুল ইসলাম, ইউপি সদস্য শাহিন আলম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মালেক মিয়া, মজনু মিয়া, লিটু মিয়া, ফারুক ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের পবিত্রতা বজায় রেখে বিএনপির আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।