নাটোরের বাগাতিপাড়ায় উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত।
নাটোরের বাগাতিপাড়ায়, আসন্ন দ্বাদশ নির্বাচন উপলক্ষে, দেশব্যাপী বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস,নৈরাজ্য, নাশকতামূলক কর্মকান্ডের অপচেষ্টা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় উপজেলা দয়রামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আদিবাসী সহযোগী সংগঠনের আয়োজনে দয়রামপুর আদিবাসী গ্রামে ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, আমজাদ হোসেনের সভাপতিত্বে উন্নয়ন শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যদেন, আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান, দয়ারামপুর ইউনিয়ন। তিনি বলেন, বিএনপি-জামাত দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের অভূতপূর্ব উন্নয়নের সময় দেশ বিরোধী এসব অপশক্তি দেশের শান্ত পরিস্থিতি অশান্ত করে তোলার অপচেষ্টা করছে। তাদের কোন ছাড় নেই। এসব অপশক্তিকে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবো এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখবো এটাই আমাদের লক্ষ্য। জামাত বিএনপি এই জনপদে যেন মাঠে নামতে না পারে সে দিকে সবাইকে সজাগ থাকার কথাও বলেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মোহাম্মদ ইদ্রিস আলী, দয়ারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক, মো: ইউসুফ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। শান্তি সমাবেশ টি শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।
আপনার মতামত লিখুন :