মোঃ সাগর সরকার ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার পলাশবাড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর এর আয়োজনে এক র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তফাদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু। উপজেলা বিএনপির সভাপতি আঃ সামাদ মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহানাজ পারভিন সাংবাদিক ফজলুল হক দুদু, সিরাজুল ইসলাম প্রমূখ।
আপনার মতামত লিখুন :