ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

সাংবাদিক মোঃ নুরুল আলমের ইন্তেকালে মানিকছড়ি প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ

মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রবীণ সাংবাদিক, খাগড়াছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং গুইমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল আলম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর (৪ মার্চ) মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় গুইমারা টিএনটি টিলায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৬৩ বছর। তিনি স্ত্রী ও সন্তানসহ অংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে মানিকছড়ি প্রেসক্লাবের সকল সাংবাদিক ও নেতৃবৃন্দ। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ্ পাক যেনো উনার জানা অজানা সকল গুনাহ্ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমিন।