ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর এর নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে হাজারো ছাত্র ও ছাএী চরম বিপাকে ভুক্ত এখন

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৭:৩৭ পূর্বাহ্ণ

মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর এর নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে হাজারো ছাত্র ও ছাএী চরম বিপাকে ভুক্ত এখন
চাকুরির খবর মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর এর নিয়োগ পরিক্ষা ছিল আজ। সময় সকাল ১১-১২ টা। এই মেসেজ পেয়ে আবেদন কারী রা বাংলাদেশের ৬৪ জেলা থেকে গতকাল থেকে ই ঢাকা শহরে আসা শুরু করেন। বেশির ভাগ পরিক্ষার্থী আবাসিক হোটেলে সারা রাত্রী পড়াশোনা করেন। আবার ঢাকা র আশপাশের জেলা গুলো র শিক্ষার্থী গন ভোর বেলায় রওনা করেন রাজধানী ঢাকা শহরে। ৮৬ টি পদে, কাম কম্পিউটার, অফিস সহকারী সহ নিন্ম অনেক পদের নিয়োগ পরিক্ষা এটি। সকাল ৯ টা থেকে প্রতি টি পরিক্ষা কেন্দ্রের সামনে ছাত্র ছাত্রী দের উপস্থিতি। পরিক্ষা শুরু র ঠিক ৩০ মিনিট আগে, ১০:৩০ মিনিটে জানিয়ে দেওয়া হলো অনিবার্য কারণে নিয়োগ পরিক্ষা স্থগিত করা হলো। এই সংবাদে অশ্রু সিক্ত হয়ে পড়েন হাজার হাজার ছাত্র ছাত্রী। এ যেনো হৃদয় ভাঙা ঢেউ। কোনো কেন্দ্রে নেই নিয়োগ দাতাদের কোন সদস্য। নেই কোনো খাতা বা প্রশ্ন পত্র। মন্ত্রণালয়ের অধিনে কর্মকর্তা দের মোবাইল ফোন বন্ধ। অর্থাৎ নিয়োগ দাতা,মহিলা ও শিশু মন্ত্রণালয় ই অদৃশ্য কারণে অনুপস্থিত। বাধ্য হয়েই স্কুল, কলেজের কতৃপক্ষ পরিক্ষা স্থগিত করার ঘোষণা দেন। বিক্ষোভে ফেটে পড়েন কিছু ছাত্র। কলেজের শিক্ষক ও পুলিশ সদস্য রা সান্ত্বনা দিয়ে, ছাত্র ছাত্রী দের শান্ত করেন। তারপর, ১১:২১ মিনিট থেকে পরিক্ষার্থীদের মোবাইলে পরবর্তী তে পরিক্ষা র তারিখ জানানো হবে, মর্মে মেসেজ আসতে থাকে। তারপর, সবাই নিজ বাড়ি অভিমুখে রওনা দিতে শুরু করেন। জেলা থেকে আসা ছাত্র ছাত্রী দের গাড়ি ভাড়া, থাকা খাওয়া, নিয়ে ৪/৫ হাজার টাকা খরচ হয়ে গেলো। এই টাকা, এই সময়ে, একজন কৃষক বাবার জন্য কতটুকু কষ্টকর, তা যদি মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর বুঝতে পারতো, তবে, এমন হাস্যরস ছেলে মেয়েদের সাথে করতো না। এটাই আমাদের দুর্ভাগ্য এটাই বাংলাদেশ। এগুলো দেখবার দায়িত্ব কার ? আমি মর্মাহত। কলমে, মোঃ জাহাঙ্গীর আলম। ঢাকা, বাংলাদেশ।।