মোঃ আফতাবুল , আলম রাজশাহী : রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের মাদারীগঞ্জ বাজারের একটি তেলের দোকানে অগ্নিকান্ডে আব্দুল আওয়াল (৬৫) নামের এক তেল ব্যবসায়ী নিহত হয়েছে। আজ সোমবার (৩মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, পার্শ্ববর্তী পবা উপজেলার ভুগরইল গ্রামের আব্দুল আওয়াল প্রায় আট বছর ধরে মাদারীগঞ্জ বাজারে পেট্রোল ও ডিজেল তেল এর ব্যবসা করে আসছে। ছেলে এরশাদ আলী কে সঙ্গে নিয়ে তিনি এ ব্যবসা পরিচালনা করেন। তেল কেনাবেচার কারনে রাস্তা সংলগ্ন দোকানের বারান্দার মেঝে তেল পড়ে ভেজা অবস্থায় থাকতে দেখা যায়। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে তেল ব্যবসায়ী আব্দুল আওয়াল বারান্দার ওই ভেজা অংশে হঠাৎ আগুন জ্বলে উঠা দেখতে পায়। মূহুর্তেই মেঝের তেল ও দোকানের টিনের চালায় আগুন লেগে যায়। এসময় আব্দুল আওয়াল দোকানের ভেতরে রাখা ক্যাশবাক্সের কাছে যায়। এরপর আগুনের তাপ আর ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে ঘর থেকে বের হতে পারেনি সে। অতিরিক্ত ধোঁয়া আর তাপে অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা এসে পানি, বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। পার্শ্ববর্তী সাফিক্স প্রি-ক্যাডেট কিন্টার গার্ডেনের নিজস্ব জেনারেটর চালিত মোটর দিয়ে পানি সেচে আগুন নিয়ন্ত্রনে আনে। এরপর আহত আব্দুল আওয়াল কে উদ্ধার করে মেডিকেলে নেয়ার পথে মারা যায়। এদিকে আগুন নেভাতে এসে দোকান মালিকের ভাই আশরাফুল ইসলাম আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাফিক্স প্রি-ক্যাডেট কিন্টার গার্ডেনের প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম জানান, স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রন করা গেলেও তেল ব্যবসায়ী আব্দুল আওয়াল মেডিকেলে নেয়ার পথে মারা যায় বলে জানা গেছে। ঘটনাস্থলে দুটি ফায়ার সার্ভিসের ইউনিট আসলে আগুন নিয়ন্ত্রণে আসে। বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, অগ্নিকান্ডের ঘটনায় দোকাম মালিক আব্দুল আওয়াল মারা গেছে।
আপনার মতামত লিখুন :