এস এম তাজুল হাসান সাদ ,বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে প্রাণ কেন্দ্রে অবস্থিত কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টা কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ৮ নং ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান বাপ্পি, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল আলম মিলন, সিনিয়র শিক্ষক সামাদ আলী,সহ ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ। এসময় অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন এবং নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলার উপর গুরুত্বারোপ করেন। বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়।
আপনার মতামত লিখুন :