ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

নীলফামারীতে চুরি যাওয়া অটোরিকশার ব্যাটারি সহ আটক ২

তপন দাস।। প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৬:৫৮ অপরাহ্ণ

নীলফামারীতে বাসা থেকে চুরি যাওয়া অটোরিকশার ব্যাটারি সহ ২ জনকে আটক করেছে নীলফামারীর ডোমার থানা পুলিশ।

শুক্রবার ভোরে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় বাজার এলাকা হতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন চুরি যাওয়া অটোরিকশার মালিক ছবদের আলীর ছেলে শাহীনুর ইসলাম (২৩) এবং শান্ত পাড়া এলাকার মমিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ জুয়েল (৩০)।

থানা সুত্রে জানা যায় গত ৭ অক্টোবর উপজেলার চিকনমাটি দিঘলটারী এলাকার মৃত ওহাদ আলীর ছেলে ছবদের আলীর বাসা থেকে সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে তার অটোরিকশা টি হারিয়ে যায়, পরে তারা রাতভর খোঁজা খুঁজি করে এক পর্যায় উপজেলা মোড় এলাকায় পাকা রাস্তায় পরিত্যক্ত অবস্থা গাড়ি টি পায়।

পরে ছবদের আলী বাদী হয়ে তার মাদকাসক্ত ছেলের নাম উল্লেখ করে অঙ্গাত কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্যাটারি উদ্ধার এবং চোরদের কে আটক করে পুলিশ।

বিষয় টি নিশ্চিত করে ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন চুরি যাওয়া অটোরিকশার মালামাল উদ্ধার এবং ২ জনকে আটক করা হয়েছে এবং আটককৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।