ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

শাজাহানপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাজিরুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৬:১৬ অপরাহ্ণ

শাজাহানপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
 বগুড়ার শাজাহানপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা, র‌্যালী ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে চত্বরে র‌্যালী শেষে আলোচনা সভা করা হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমানের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী, শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ বছর দিবসটির প্রতিপাদ্যে নির্ধারণ করা হয়েছে “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”। পরে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে প্রতিবছর বাংলাদেশ সৃষ্ট বন্যা, ঘূর্ণিঝড়, জলাবদ্ধতা, ভারী বর্ষণ,বজ্রপাত ইত্যাদি দুর্যোগ ঝুঁকি প্রশমনের সঙ্গে খাপ খাওয়ানো ও প্রস্তুতির কৌশল অবলম্বন বিষয়ে আলোচনা করা হয়।