ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

জনগনের ভোগান্তি নিরসনে এগিয়ে এলো কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ, ব্রিজ সংস্কারে প্রশাসন

মোঃ আতিকুর রহমান (হান্নান),কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৫:১২ অপরাহ্ণ

জনগনের ভোগান্তি নিরসনে এগিয়ে এলো কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ, ব্রিজ সংস্কারে প্রশাসন =
কুড়িগ্রাম পৌর শহরে ৬নং ওয়ার্ডের ভেলাকোপা এলাকায় হানাগড়ের মাথা নির্মিত ব্রিজটি মানুষের মাঝে আশার স্বস্তি ফিরিয়ে আনলেও গত ৫ বছর ধরে যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে । প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি সংস্কারের অভাবে প্রতি নিয়ত দুর্ঘটনার শিকার হন পথচারীরা। এ বিষয়টি জানতে পেরে এগিয়ে এসেছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সাধারণ মানুষ, শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে বাশেঁর সাঁকো ও রাস্তা দ্রুত সংস্কারসহ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, পৌর মেয়র ও এলজিইডি কর্তৃপক্ষকে অনুরোধ করেন তারা। কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের অনুরোধে এবং জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর আহবানে তাৎক্ষণিক ভাঙা ব্রিজটি পর্যবেক্ষণ করতে যান কুড়িগ্রাম পৌর মেয়র মো. কাজিউল ইসলাম ও কুড়িগ্রাম এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান। জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ বলেন, ব্রিজটি সংস্কার করতে ছাত্রলীগের সকল নেতা-কর্মী প্রয়োজনে স্বেচ্ছাসেবক হয়ে শ্রম দিতে সর্বদা প্রস্তুত আছে। ব্রিজটির কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। ডিজিটাল বাংলাদেশে এমন ভোগান্তি থাকুক তা ছাত্রলীগ চায় না। কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জাগো২৪.নেট-কে বলেন – দুর্যোগ-দুর্বিপাকে ভূমিকা রেখেছে ছাত্রলীগ।আমরা কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ পরিবার সবসময় সাধারণ শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি , ভবিষ্যতেও করব।