ঢাকা মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

✒ মোঃ বাবুল হক ,চাঁপাইনবাবগঞ্জ প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ১:৪৩ অপরাহ্ণ

মোঃ বাবুল হক ,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি যুবক। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) গুলিবদ্ধ হয়েছে ২:৩০ সময় তাকে ভোর সাড়ে ৫টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ যুবকের নাম মো. শহিদুল ইসলাম (২৫)। তিনি শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. শংকর জানান, গুরুতর আহত অবস্থায় শহিদুলকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে আহত হন। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন,উদ্ধারকৃত বস্তু- ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১টি টর্চ লাইট এবং ০১টি হাসুয়া (দা) শনিবার ভোরে সোনামসজিদ সীমান্তে গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় একজন বাংলাদেশি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। বাংলাদেশকে না জানিয়ে এই কাজ চালানোর অভিযোগ ওঠে। ফলে ওই সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।