ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫
মোঃ শামীম মিয়া , দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি: পশ্চিম চুনিয়াপাড়া চৌরাস্তা জামে মসজিদ ও ইকরা দারুন কোরআন নূরানী মাদ্রারাসা কমপ্লেক্স উদ্যোগে দ্বিতীয় দিনের ১৪ তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে , সভাপতি হাফেজ মাওলানা মোঃ মাহবুবুল রহমান বাবুল , খতিব অএ মজিদ ও মুহতামিম রওজাতুস সুন্নাহ হাফিজিয়া মাদরাসা l প্রধান অতিথি, মোঃ মাহবুবুল হাসান মাহবুব বিশিষ্ট শিল্পপতি l প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসীরে কুরআন প্রখ্যাত তাফসীরকারক মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা, মোঃ মুহাদ্দিস আল্লামা আমিরুল ইসলাম বেলালী, সভাপতি বাংলাদেশ জাতীয় মুফাসসীর পরিষদ ঢাকা l দ্বিতীয় বক্তা, দেশ বরেণ্য আলেমেদ্বীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসীরে কুরআন ইসলামি স্কয়ার মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ লেখক গবেষক প্রখ্যাত ওয়ায়েজ ও সু বক্তা আলহাজ্ব মাওলানা মোঃ আবু হাসান বিন সিরাজ, অধ্যাপক হযরত খাদিজা রা মহিলা ফাজিল মাদরাসা ও খতিব ঠেঙ্গামারা কেন্দ্রীয় জামে মসজিদ বগুড়া l বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ সাহ মোঃ মনিরুল রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কিশোর দল কেন্দ্রীয় কমিটি l মোঃ আতিকুর রহমান সাজু সদস্য সচিব পৌর বিএনপি দেওয়ানগঞ্জ জামালপুর,এ কে এম মুসা যুগ্ম আব্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা l মোঃ জাহাঙ্গীর আলম লাভলু যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা , মোহাম্মদ রেজাউল হক রেজা সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা l মো মাসুদ হাবিব পলিন যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা, মো আব্দুল মোতালেব সাহেব কাউন্সিলর ২ নং ওয়ার্ড দেওয়ানগঞ্জ পৌরসভা l মোহাম্মদ মইনুল হোসেন তানভীর বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সাবেক যুবদল সদস্য ময়মনসিংহ l মো খাদিমুল ইসলাম সাংবাদিক দেওয়ানগঞ্জ জামালপুর , মোঃ কে এম মুখলেছুর রহমান মেখলেছ সাবেক সদস্য সচিব পৌর যুবদল দেওয়ানগঞ্জ l প্রচার সম্পাদক, মোঃ রেজাউল করিম বাবলু সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা l সার্বিক তত্ত্বাবধানে, মোঃ আতাউর রহমান আতা সভাপতি পশ্চিম জুনিয়া পাড়া চৌরাস্তা জামে মসজিদ ও ইকরা দারুণ কোরআন নূরানী মাদরাসা কমপ্লেক্স lআরজগুজার জনাব মোঃ ফরহাদ হোসেন যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওয়ানগঞ্জ পৌর শাখা ও সাবেক কাউন্সিলর ২ নং ওয়ার্ড দেওয়ানগঞ্জ পৌরসভা l উক্ত মাদরাসায় নূরানী মহিলা হিফজ ও কিতাব বিভাগে ভর্তি চলছে l
আপনার মতামত লিখুন :