ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫
স্নিগ্ধা আক্তার,রংপুর: ডাক্তার হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি পেশাগত ডিগ্রী এবং অভিজ্ঞতার মাধ্যমে মানুষের আচরণ ও শারিরীক বৈশিষ্ট্য ও বিভিন্ন উপসর্গ অনুধাবন করে তার শরীরের রোগ ও অসুস্থতার কারন নির্ধারণ করে থাকেন। কোন রোগের জন্য কি ওষধ এবং তার ব্যবহারে মাত্রা কি তা ওষধ কোম্পানীগুলো ফার্মাসিস্টদের মাধ্যমে নির্ধারন করে মেডিকেল রিপ্রেজেন্টিভদের মাধ্যমে ডাক্তারদের নিকট হালনাগাদ তথ্য প্রেরণ করে থাকে। তাহলে ডাক্তারদের মূল দায়িত্ব হলো রোগ নির্ধারণ করা। পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও রোগীদের সংস্পর্সে এসে সুচারুভাবে রোগ নির্ধারন করাই ডাক্তারে মূল পেশা। এ কাজে অধিকতর পারদর্শীতার জন্য উচ্চতর ডিগ্রী বা বিভিন্ন যন্ত্রপাতির সহযোগিতা নিতে পারেন কিন্তু নিজের মূল দায়িত্বকে পাশ কাটিয়ে নয়।তাদের মধ্যে অন্যতম একজন হলেন ডাঃ মোঃ আবু জাহিদ বসুনিয়া।ডাঃ মোঃ আবু জাহিদ বসুনিয়া,এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এম.ডি (কার্ডিওলজি) MACC (USA), MACP (USA), MESC,হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ,সহকারী অধ্যাপক, কার্ডিওলজি কার্ডিওলজি বিভাগ,রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইন্টারভেনশনাল কার্ডিওলজিতে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত)।সাক্ষাতের সময়ঃ প্রতিদিন বিকাল ৪টা হইতে রাত ১০টা , ডক্টরস ডায়াগনষ্টিক সেন্টার (ইউনিট-২,রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল) ধাপ জেল রোড, রংপুর।হটলাইন: ০১৭০১-২৬৪৭১৭/০৫২১-৬১১১৬
আপনার মতামত লিখুন :