ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ইউএনও সুইচিং মং মারমা র শীতবস্ত্র বিতরণ 

✒  মোঃ সিরাজুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ

 মোঃ সিরাজুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশেও বেশ কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত। সেই শীতের হাত থেকে তাড়াশ উপজেলার নিন্ম আয়ের মানুষদের কিছুটা রক্ষা করতে রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছেন  উপজেলার নির্বাহী অফিসার সুইচিং মং মারমা । উপজেলার বেশ কয়েকটি এলাকায় গত কয়েকদিন ধরে রাতের আঁধারে ঘুরে ঘুরে অসহায় শীতার্তদের মাঝে ইউএনও সুইচিং মং মারমা শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেন। শুক্রবার গভীর রাতে উপজেলার নওগাঁ শাহ শরীফ জিন্দানী (রাহঃ) এর মাজার চত্বরে ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় সপ্তাহ ধরে এভাবে তিনি উপজেলার বিভিন্ন এলাকা ঘুড়ে ঘুড়ে এতিম খানা,লিল্লাহ বডিং,হাফিজিয়া মাদ্রাসা সহ ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন।  এসময় তিনি নিম্ন আয়ের মানুষের খোঁজ খবর নেন । রাতের আঁধারে ইউএনও কম্বল নিয়ে হাজির হতে দেখে আবেগে আপ্লুত হন সেসব এলাকার অসহায় শীতার্ত মানুষেরা।   এ বছর চাহিদার তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ কম কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রকৃত দুস্থদের কাছে কম্বল বিতরণ করতে এমন উদ্যোগ গ্রহন করেছেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন এ শীতবস্ত্র উপজেলার গ্রামে গ্রামে ঘুরে ছিন্নমূল গরীব ও অসহায় শীর্তাত মানুষের মাঝে বিতরণ অব্যাহত থাকবে।