ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ মুকুল হোসেন: মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় লাগে। মনে হয় ভুল করে এই পৃথিবীতে চলে এসেছি। আমার আসলে আমি ছাড়া কেউ নেই। কেউ নেই মানে কেউ-ই নেই। আপনজনদের দেওয়া দুঃখকষ্ট গুলো যখন একান্ত নিজের হয়ে যায়, তখন নিজের বলতে কেউ/কিছুই থাকে না। আজ আমারও কেউ/কিছু নেই। সব থেকেও না থাকার ব্যথা আমার চেয়ে কে ভালো বুঝেবে বলুন তো। আজকাল কান্না গুলোও নিজের না। অন্যের জন্য ঝরে পড়ে, আবার আমাকেই দোষারোপ করে। আমার আসলে মানুষ না হয়ে অন্য কিছু হয়ে জন্মানো উচিৎ ছিল। আমি আজ বড্ড ক্লান্ত, মনটাও অশান্ত। আমাকে দু’দন্ড শান্তি কে দিবে?, অথচ এক জীবনে আমার চাওয়া পাওয়া বলতে তেমন কিছু নাই। এখন খুব করে একটা কথা মাথায় আসে। দুনিয়ায় যারা কম করে কিছু চায়, তারা সেই কমটাও কম করে পাবে?। আমি আজ মানসিক ভাবে অশান্ত, শারীরিক ভাবে বিধ্বস্ত। আমাকে কে চাইবে বলো, কেউ চেয়ে নিলে নিজেকে খানিক নিশ্চয়তার আশ্রয় দিতাম। এই বলে অভয় দিতাম যে, আমারও কেউ আছে। আমার ভেতরের জমে থাকা দুঃখ-কষ্ট গুলোর বোঝা/আমার সাথে টানবার মতো কেউ আছে?, এই বলে নিজেকে কখনো সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নিয়ে হয়তো আমি জন্মাইনি। আমার আক্ষেপ গুলো আমার নিজের প্রতি। না হতে পেরেছি ভালো সন্তান, না হতে পেরেছি কারও ভালো বন্ধু, আর না হতে পেরেছি কারও ভালো আত্নীয়স্বজন । আমার আসলে এত আক্ষেপ নিয়ে বেঁচে থাকতেও মাঝে মাঝে অসহ্য লাগে। নিরবতা সবসময় সম্মতির লক্ষণ হয় না। অনেক সময় নিরবতা ক্লান্তির লক্ষণ, অসহায় আত্মসমর্পণের লক্ষণ, প্রচন্ড ক্রোধে কিছু করতে/বলতে না পারার লক্ষণ, বহু অপেক্ষার পরও না পাওয়ার লক্ষণ। আমি নিজেকে আর কত বুঝাবো?, আর কত নিজেকে বৃথা সান্ত্বনা দিয়ে টিকিয়ে রাখবো?, এই পৃথিবীতে আমার দুঃখ-কষ্টের ব্যথা বয়ে বেড়ানোর জন্য আমি ছাড়া কেউ নেই, এটা কবে মনে প্রাণে বিশ্বাস করবো। আমার আসলেই মানুষ না হয়ে অন্য কিছু হয়ে জন্মালে ভালো হতো। অন্তত সব ভুলে দু’দন্ড শান্তি তো পেতাম।
আপনার মতামত লিখুন :