মোঃ শামীম মিয়া , দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি: দেওয়ানগঞ্জ সরকারি হাই স্কুল উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুভ উদ্বোধন হয়েছে l উদ্বোধক জনাব ,স্বপন কুমার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রোস্টি বোর্ডের সম্মানিত টোস্টি প্রধান অতিথি: জনাব নাজমুল হাসান অফিসার ইনচার্জ দেওয়ানগঞ্জ মডেল থানা l বিশেষ অতিথি: মঞ্জু হোসেন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা l জনাব সাঈদ বিন আনোয়ার সজীব আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা l জনাব আলাউদ্দিন আল মামুন সিনিয়র যুগ্ন আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা l জনাব মোঃ ফারুক আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ পৌর শাখা l আমন্ত্রিত অতিথি, মনিরুল ইসলাম মনির সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা l শাহিন মাহমুদ আহবায়ক স্বেচ্ছাসেবক দল দেওয়ানগঞ্জ পৌর শাখা l সোহেল রানা ছাত্র প্রতিনিধি দেওয়ানগঞ্জ উপজেলা শাখা l সভাপতি সাহাজাৎ হোসেন শাহারাব সঞ্চালনায়, মোঃ আমিরুল ইসলাম আমির যুগ্ন আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা l প্রথম খেলায় অংশগ্রহণ করেন, দেওয়ানগঞ্জ মডেল থানা বনাম ইসলামপুর থানা ইসলামপুর থানা জয় লাভ করেন l দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করেন গুরুদাস ডিজিটাল সাইন প্রিন্টাস ইসলামপুর বনাম উড়ন্ত পায়রা স্পোর্টিং ক্লাব বেলতলী বাজার, গুরুদাস ডিজিটাল সাইন প্রিন্টাস ওপর জয় লাভ করেন l আয়োজনে আমরা ফ্রেন্ডাস ক্লাব
আপনার মতামত লিখুন :