শাকিল হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃস্টান্তমূকলক শাস্তির দাবিতে মানববন্ধন
শাকিল হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃস্টান্তমূকলক শাস্তির দাবিতে মানববন্ধন করে,বাংলাদেশ লাইটারেজ শ্রমিক,ও নৌযান শ্রমিকরা।বৃহস্পতিবার বিকাল ৪টায় বাংলা বাজার মোড়ে,এস আলম গ্রুপের নিজস্ব সন্ত্রাসী কর্তৃক রাতের আধারে হামলায় এমভি তরিবুন নাজাত-৩ জাহাজের সুকানি ফজলুল করিম (শাকিল) কে হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃস্টান্তমূকলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি তালেম উল্লা ফকির,নবী আলম মাস্টার সাধারন সম্পাদক – বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভগীয় কমিটি,মো: জসিম উদ্দীন মাস্টার-সহ সম্পাদক -বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন.বাপ্পী -ক্রীড়া ও সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক,এম এ রহমান -প্রচার সম্পাদক-বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভগীয় কমিটি,মো: মিন্টু মাস্টার ,সেলিম মাস্টার,জিয়া উদ্দীন বাবলু,বেলাল হোসেন, শেখ বাহার, রব্বানী মাসটার,জামাল মাস্টার সহ অনেক। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এস আলম গ্রুপের পণ্যবাহী লাইটার জাহাজে চুরির অভিযোগ তুলে ফজলুল করিম শাকিল (২৩) নামে এক শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যার পর নদীতে ফেলে দেয়ার অভিযোগ করে তার পরিবার ও শ্রমিকরা। গত মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে কর্ণফুলী নদীর কালারপোল ব্রীজের নীচ (এস আলম জেটি) থেকে শ্রমিক শাকিলের মরদেহ উদ্ধার করেছে। নিহত শাকিল মিরসরাই থানার জোরারগঞ্জ সাহেদ ডি নগর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। শাকিল নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্য।
আপনার মতামত লিখুন :