ঢাকা বুধবার ৮ অক্টোবর, ২০২৫
মোঃ মাসুদুর রহমান,স্টাফ রিপোর্টার: পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ নকিব আকরাম হোসেন নেতৃত্বে ৫৫০ পিস ইয়াবাসহ ২জন আসামীকে গ্রেফতার করেছে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ।সকালে জমাদ্দার স্টান হতে গোপন সংবাদ এর ভিত্তিতে আজ ১২/১২/২০২৪ইং রোজ: বুধবার আনুমানিক দুপুর ১.৩০ মিনিটে পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রকিব আকরাম হোসেন নেতৃত্বে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীরা হলেন ১. ইমরান হাওলাদার (৩৪) পিতা মৃত্যু আবুল কালাম হাওলাদার, গ্রাম উখিল উদ্দিন মুন্সির কান্দি, থানা শিবচর, জেলা মাদারীপুর।২. আরেকজনের নাম মোহাম্মদ পলাশ মৃধা (৩২) , পিতা হাজী আব্দুল আলেক মৃধা, স্থান অখিল উদ্দিন মুন্সির কান্দি, থানা শিবচর, জেলা মাদারীপুর।থানার অফিসার ইনচার্জ নকিব আকরাম হোসেন বলেন আমরা গোপন সংবাদ পেয়ে টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হই।আসামীরা এখন থানা হাজতে আছে মামলার রুজু প্রক্রিয়াধীন। আগামীকাল আসামীদের কোর্টে চালান করা হবে বলে জানিয়েছেন পদ্মা সেতু দক্ষিণ থানার ইনচার্জ নকিব আকরাম হোসেন।
আপনার মতামত লিখুন :