ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোহাম্মদ জহুরুল ইসলাম , গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধ: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনারপাড়া মোড়ে একটি চক্র দীর্ঘদিন থেকে বিভিন্ন লোকজনকে মোটরসাইকেলসহ আটক করে মুক্তিপণ দাবি করে মুক্তিপণের টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ।দীর্ঘদিন থেকে চক্রটি কার্যক্রম চালিয়ে আসিতেছে । আজকে একটি ঘটনা ঘটেছে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের কানিপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে নাহিদ কে আটক করে মুক্তিপণ বাবদ ৪০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রশাসনের নজরে এখনো আসেনি বিষয়টি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি আমলে নেওয়ার জন্য। এমন ঘটনা ঘটতে থাকলে সাধারণ মানুষের চলাফেরা ও জীবন যাত্রার মান ঝুঁকিপূর্ণ বলে মনে করে এলাকার সাধারণ জনগণ।
আপনার মতামত লিখুন :