ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
স্টার রিপোর্টার , শামীম মিয়া দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলা পারামরামপুর ইউনিয়নে ডিগ্রিচর বাজারের কাঁচামাল ও মাছ ব্যবসায়ীদের জন্য শেডঘর নির্মাণ কাজ শুরু হয়েছে l তিন ডিসেম্বর মঙ্গলবার দুপুরে এই কাজ উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স l এ সময় এলজিইডির দেওয়ানগঞ্জ উপজেলা প্রকৌশলী তোফাজ্জল আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদ বিন আনোয়ার সজীব, পাররামরামপুর ইউপি চেয়ারম্যান জে, কে, সেলিম মিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা, , কাঁচামাল ব্যবসায়ী বাবুল মিয়া, রেজা মিয়া, আব্দুল করিম , রাজু আহমেদ, ইউনুস আলী, ফিরোজ মিয়াসহ গণ্যমান্য ব্যক্তি ও বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন l প্রসস্থত, এলজিইডির ধারের প্রভাতী শীর্ষক প্রকল্পের অর্থায়নে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে ডিগ্রিরচর বাজারে কাঁচামাল ও মাছ ব্যবসায়ীদের জন্য শেডঘর নির্মাণ কাজ হাতে নেয়া হয়েছে lএকই সাথে এই প্রথমবারের মতো এই বাজারে শেডঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হতে যাওয়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা বেশ খুশি l
আপনার মতামত লিখুন :