ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা নিয়ে কলাপাড়ায় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাসেল মোল্লা: প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৮:১২ পূর্বাহ্ণ

মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা নিয়ে কলাপাড়ায় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলাপাড়া পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ রক্ষায় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় উপজেলার মহিপুর বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। আজ মধ্যরাত থেকে অর্থাৎ ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিনে সাগর ও নদীতে মৎস্য আহরণ বন্ধে সচেতনতা বৃদ্ধি এ সভার মুল উদ্দেশ্য। উপজেলা নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে,উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পটুয়াখালীর জেলা প্রশাশক নূর কুতুবুল আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রাকিবুল আহসান,জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম,নৌপুলিশ কুয়াকাটা শাখা’র ইনচার্জ দেলোয়ার হোসেন,নিজামপুর কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার সেলিম,মহিপুর মৎস্য আড়ৎদার সমিতি সভাপতি দিদার উদ্দিন মাসুম, মহিপুর ইউপি চেয়ারম্যান ফজলু গাজী, প্রমুখ। এসময় জেলে আড়ৎদার সমিতির সভাপতি মাসুম বেপারী শিববাড়িয়া নদী খননসহ ভারতের সাথে মিল রেখে অবরোধ দেওয়া সহ জেলেদের বিভিন্ন দাবীগুলো তুলে ধরেন। জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ১২ অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত এই ২২ দিনই মা ইলশের ডিম ছাড়ার আসল মৌসুম। এসময় তিনি মা ইলিশ রক্ষার্থে নৌপুলিশ,কোস্টগার্ড ও নৌবাহিনীর তৎপরতা বৃদ্ধির জন্য অনুরোধ জানান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নূর কুতুবুল আলম নদী খননের বিষয়ে জেলেদের আশ্বস্ত করেন। এবং অবরোধ শতভাগ বাস্তবায়নে জেলেদের অনুরোধ করেন। # রাসেল মোল্লা কলাপাড়া