পাংশার হাবাসপুরে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ অক্টোবর দুপুরে হাবাসপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আল মামুন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, হাবাসপুর পুজা পরিষদের সভাপতি উজ্জল কুমার কুন্ডু, হাবাসপুর ইউনিয়ন হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রলয় কুমার বিশ্বাস চয়ন প্রমুখ। আসন্ন শারদীয় দূর্গা পুজাকে সামনে রেখে সম্প্রীতির বন্ধন জোরদার করতেই এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, হাবাসপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাকির হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :